29 C
Dhaka
Saturday, April 20, 2024

রাঙামাটিতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত

চাকুরির খবর

রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটিতে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ও সরকারের নতুন ১৮ দফা প্রজ্ঞাপন বাস্তবায়নের লক্ষ্যে দিন রাত কোটর ভূমিকা পালন করে যাচ্ছে রাঙামাটি জেলা প্রশাসন।

শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেনর নেতৃত্বে শহরের বনরুপাতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় পেশকার নজরুল ইসলাম সহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

অভিযানে ৬ জনকে মোট ২ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন বলেন, রাঙামাটি পার্বত্য জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আমরা মাইকিং করছি, গনপরিবহনে অতিরিক্ত যাত্রী না উঠা এবং যাত্রীদের থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে যেনো সুরক্ষা সামগ্রী মজুদ রাখে সে সব বিষয়ের উপর আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি।

তিনি আরো বলেন, রাঙামাটিতে বেশির ভাগ মানুষেই মাস্ক ব্যবহার করে, এখানকার মানুষ খুবই সচেতন তারপরও যারা যারা মাস্ক পরছেনা তাদেরকে আমরা জরিমানার আওতাভুক্ত করছি তার পাশাপাশি সবাইকে সচেতন করছি এবং আমাদের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর