30 C
Dhaka
Friday, March 29, 2024

মোস্তাফিজ রেকর্ড ছুঁয়েছেন খরুচে বোলিংয়ে

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: কাটার অস্ত্র ক্রমেই ভোঁতা হয়ে গেছে এই বাঁ হাতি পেস বোলারের। পেস ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি রাখা যায় যে বোলারের উপর, সেই মোস্তাফিজ সবচেয়ে অমিতব্যয়ী বোলিং করেছেন (৪-০-৫০-২)। জানেন, এমন খরুচে বোলিং এবারই প্রথম করেননি মোস্তাফিজ। ইনিংসে ৫০ রান করে খরচ করেছেন এই নিয়ে তৃতীয়বার।

২০১৮ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের লডারহিলে (৪-০-৫০-৩), ডিসেম্বরে মিরপুরে (৪-০-৫০-২)। ওই দু’বারই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শনিবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেখানে ৪-০-৫০-২ ! ২৪টি ডেলিভারির মধ্যে ডট বলের সংখ্যা মাত্র ৫টি। ৭টি তে খেয়েছেন চার, একটিতে ছক্কা।

৬৭ টি-২০ ম্যাচে ৮৯ উইকেট শিকার টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ পেস বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোস্তাফিজ। তবে তার বোলিংয়ে বোলিং ধারটা এখন আর আগের মতো নেই। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের এই ফেরিওয়ালা ক্রমেই খরুচে বোলার হয়ে যাচ্ছেন।

১ ওভারের প্রথম স্পেলে চাকাভার উইকেট পকেটে পুরেছেন ৮ রান খরচায়। দ্বিতীয় স্পেলের দ্বিতীয় বলে শিন উইলিয়ামসকে বোল্ড আউটে ফিরিয়ে দিয়েছেন। তবে ইনিংসের শেষ ওভারে সিকান্দার রাজা মোস্তাফিজকে মেরেছেন ২টি চার, ১টি ছক্কা। যে ওভারে মোস্তাফিজের খরচা ১৯।

আন্তর্জাতিক টি-২০তে তিন ইনিংসে অর্ধশত করে রান খরচার রেকর্ড এতোদিন ছিল পেস বোলার রুবেল হোসেনের। ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪-০-৬৩-২, ২০১৭ সালে পোচেস্টর্মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪-০৫১-০ এবং ২০১৮ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০৫২-১। আন্তর্জাতিক টি-২০তে রুবেলের ২৭টি ইনিংসের তিনটির চিত্র ছিল এমন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর