33 C
Dhaka
Thursday, April 18, 2024

বিনা চার্জে বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের ফি

বিডিনিউজ ডেস্ক | ঢাকা | ৩১শে জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ২১শে জিলহজ, ১৪৪২ হিজরি

চাকুরির খবর

করোনাকালে ঘরে বসেই ক্যান্টনমেন্টের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসহ নির্দিষ্ট কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফি বিকাশ করা যাচ্ছে কোনও চার্জ ছাড়াই।

পাশাপাশি ফি বিকাশ করে গ্রাহক প্রতিমাসে পেতে পারেন সর্বোচ্চ ৬০ টাকা করে তিন মাসে মোট ১৮০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিকাশ কর্তৃপক্ষ।

বিকাশ জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধে এই ক্যাশব্যাকের অফার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে কিংবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে অফারটি গ্রহণ করতে পারেন শিক্ষার্থীরা। একজন গ্রাহক মাসে দুবার অফারটি নিতে পারবেন।

এই ক্যাম্পেইনের আওতায় রাজউক উত্তরা মডেল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএন কলেজ, বিএএফ শাহীন কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, রাজারবাগ পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফি পরিশোধ করে ক্যাশব্যাক পেতে পারেন শিক্ষার্থীরা।

বিকাশ অ্যাপ দিয়ে ফি প্রদান করতে হোমপেজের ‘পে বিল’ আইকনে ট্যাপ করে ‘এডুকেশন’ অপশন থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে।

এরপর সংশ্লিষ্ট তথ্য, যেমন বিল পিরিয়ড ও শিক্ষার্থীর আইডি টাইপ করে সবশেষে বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফল হলে কনফার্মেশন এসএমএস পাবেন শিক্ষার্থীরা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর