29 C
Dhaka
Saturday, April 20, 2024

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটার

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: এবারের বিগ ব্যাশের ড্রাফটে নেই কোন বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত কোনো ক্রিকেটারই। ৩ আগস্ট পর্যন্ত ড্রাফটে বিভিন্ন দেশ থেকে নাম তুলেছেন ১৬৯ জন ক্রিকেটার। তবে এই ১৬৯ জনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিতরা নেই বললেই চলে।

বিগ ব্যাশের আসন্ন মৌসুম শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর। প্রায় ৫৩ দিনব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি। 

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগ–বিগ ব্যাশের ড্রাফটে নাম উঠেছে তিন বাংলাদেশি ক্রিকেটারের। তারা হলেন, আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মন্ডল। আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের খেলোয়াড় ড্রাফট।

আগামী ২১ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগের খেলোয়াড় ড্রাফটে নাম তোলার সুযোগ আছে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের।

আগেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী ইঙ্গিত দিয়েছিলেন, বিপিএল চলাকালিন কোন ক্রিকেটারেই বাইরের লিগে খেলতে পারবেন না।

ব্যাপারটি যদি সত্যি হয়, তবে আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মন্ডলরা বিগ ব্যাশে দল পেলেও খেলতে পারবেন না। কেননা আগামী বিপিএল আসর মাঠে গড়াবে ৫ মে, পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর