25 C
Dhaka
Tuesday, March 19, 2024

বাংলাদেশ বেশ চাপে রেখেছিল: অশ্বিন

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: দ্বিতীয় টেস্ট জিততে ভারতের লক্ষ্য ছিল ১৪৫ রান। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন ভেলকিতে চোখে সর্ষেফুল দেখছিলেন ভারতীয় ব্যাটাররা।

স্কোরবোর্ডে ১০০ রান তোলার আগেই ৭ উইকেট হারায় ভারতীয়রা। ৯ নম্বর ব্যাটার হিসেবে উইকেটে এসে ৬২ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন অশ্বিন। ব্যাটিংয়ের পাশাপাশি এই টেস্টে বোলিংয়ে ১৩৭ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। 

অল্প পুঁজিতে ম্যাচ কীভাবে জমে ওঠে, সেটাই দেখা গেল মিরপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে। পেন্ডুলামের মতো একবার বাংলাদেশের দিকে, আরেকবার ভারতের দিকে হেলে পড়ছিল ম্যাচটা।

৩ উইকেটের জয় নিয়ে শেষ হাসি হাসে ভারত। জিতেও রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, স্বাগতিকেরা (বাংলাদেশ) তাদের বেশ চাপে রেখেছিল। 

শ্বাসরুদ্ধকর এই জয়ে বাংলাদেশকেও কৃতিত্ব দিয়েছেন অশ্বিন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের এই অফস্পিনার বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ ভালো খেলেছে। তারা ভালো বোলিং করেছে। স্বাগতিকেরা আমাদের বেশ চাপে রেখেছিল।’ 

৭১ রানে ৬ উইকেট হারানোর পর উইকেটে আসেন শ্রেয়াস আইয়ার। আইয়ার আসার অল্প সময়ের মধ্যেই বিদায় নেন ৩৪ রান করা অক্ষর প্যাটেল। তখন ভারতের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৭৪ রান।

অষ্টম উইকেট জুটিতে শ্রেয়াসের সঙ্গে ৭১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন অশ্বিন। শ্রেয়াসের ২৯ রানের ইনিংসেরও প্রশংসা করেন তিনি। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর