28 C
Dhaka
Friday, March 29, 2024

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

বিডিনিউজ ডেস্ক | ঢাকা | ৩০শে জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ২০শে জিলহজ, ১৪৪২ হিজরি

চাকুরির খবর

মনে রাখার অনেক চেষ্টা করেও দেখা যায় আমরা অনেকেই আমাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাই। তবে ফেসবুক এর পাসওয়ার্ড ভুলে গেলে চিন্তার কোনোই কারণ নেই। কেননা, পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভার বা রিসেট করার উপায় রয়েছে। এই পোস্ট এ জানতে পারবেনঃ
  • ফেসবুক এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন
  • ফেসবুক এর পাসওয়ার্ড চেঞ্জ কিভাবে করবেন অর্থাৎ পরিবর্তন করার নিয়ম
  • ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম
  • ফেসবুক একাউন্ট এর নিরাপত্তা নিশ্চিত করার উপায় (বোনাস)

ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

আপনার ফেসবুক একাউন্ট এর বর্তমান পাসওয়ার্ড জানা থাকলে, সেক্ষেত্রে খুব সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করতেঃ

  • facebook.com বা ফেসবুক অ্যাপ প্রবেশ করুন
  • কম্পিউটার থেকে টপ রাইট কর্নারে থাকা ড্রপ ডাউন মেন্যু থেকে Settings & Privacy > Settings সিলেক্ট করুন। মোবাইল অ্যাপ থেকে হ্যাম বার্গার (৩টি সমান্তরাল রেখা) আইকনে ক্লিক করে নিচে স্ক্রল করে Settings and Privacy মেন্যু থেকে Settings সিলেক্ট করুন
  • এরপর Security & Login এ ক্লিক করুন
  • এরপর Login সেকশনে থাকা Change Password এ ক্লিক করুন
  • এরপর Current লেখা বক্সে আপনার ফেসবুক একাউন্ট এর বর্তমান পাসওয়ার্ড ও নিচের দুইটি বক্সে নতুন পাসওয়ার্ড লিখে Save Changes চাপুন
  • এছাড়াও এখানে থাকা Forgot Your Password? লেখায় ক্লিক করে নিম্নে বর্ণিত উপায়ে ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভার করতে পারবেন
  • উল্লেখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তিত হয়ে যাবে।

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

আপনার ফেসবুক একাউন্ট এ যদি আগে থেকে ইমেইল বা ফোন নাম্বার এড করা থাকে, সেক্ষেত্রে খুব সহজেই ফেসবুক পাসওয়ার্ড রিকভার করা যাবে। ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভার করতেঃ

  • facebook.com এ প্রবেশ করুন,
  • সাইন ইন ফিল্ড এর নিচে থাকা Forgotten Password? লিংকে ক্লিক করুন
  • এরপর আপনার একাউন্ট এর নাম / যুক্ত থাকা ফোন নাম্বার / ইমেইল এড্রেস – এর মধ্যে যেকোনো একটি প্রদান করুন

ফেসবুক একাউন্ট এর নাম লিখলে আপনাকে একই বা কাছাকাছি নামের ফেসবুক আইডিগুলো দেখানো হবে, সেখান থেকে আপনারটি খুঁজে পেলে পাশে থাকা This is my account বাটনে ক্লিক করুন

  • আপনি যদি ফোন নাম্বার বা ইমেইল এড্রেস প্রদান করে থাকেন, সেক্ষেত্রে সরাসরি রিকভারি পেজ দেখতে পাবেন
  • এরপর Send code via SMS / Send code via email লেখায় ক্লিক করুন
  • আপনার মোবাইল নাম্বারে বা এসএমএস এ আসা ভেরিফিকেশন কোডটি ফেসবুক সিকিউরিটি কড বক্সে প্রদান করে Continue চাপুন
  • এরপর আপনার ফেসবুক একাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড লিখুন ও Continue চাপুন
  • উপরোক্ত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে।

নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়

নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় খুঁজলে, হতাশ হতে পারেন। কেননা, নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার কোনো অপশন বা ফিচার নেই। তবে আপনার ফেসবুক লগিন ডিটেইলস গুগল একাউন্টে অথবা ক্রোম ব্রাউজারে সেভ করা থাকলে সেক্ষেত্রে ক্রোম অ্যাপ এর Settings থেকে Passwords সেকশনে গেলে নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখতে পারবেন। অন্যান্য ব্রাউজারেও এরকম অপশন আছে।

সেভ করা ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়

আপনি যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড গুগল একাউন্ট, ক্রোম ব্রাউজার বা অপেরা মিনি ব্রাউজারে আগে থেকেই সেভ করে রাখেন, সেক্ষেত্রে ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড খুব সহজেই দেখতে পারবেন। চলুন জেনে নেয়া যাক, সেভ করা ফেসবুক পাসওয়ার্ড দেখার ৩টি পদ্ধতি সম্পর্কে।

গুগল একাউন্ট থেকে সেভ করা ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়ঃ

  • প্রথমে ব্রাউজার থেকে https://myaccount.google.com এ প্রবেশ করুন
  • জিমেইল একাউন লগিন করা না থাকলে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
  • Security ট্যাবে ক্লিক করুন
  • নিচের দিকে কিছুটা স্ক্রল করলে Password Manager দেখতে পাবেন, যেখানে আপনার সেভ করা সকল পাসওয়ার্ড দেখতে পাবেন।

গুগল ক্রোম থেকে সেভ করা ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়ঃ

  • ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন,
  • থ্রি-ডট মেনু থেকে Settings এ প্রবেশ করুন,
  • এরপর Passwords সেকশনে গেলেই সেভ করা সকল পাসওয়ার্ড দেখতে পাবেন।

অপেরা মিনি থেকে সেভ করা ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়ঃ

  • অপেরা মিনি ব্রাউজার অ্যাপে প্রবেশ করুন
  • এরপর মেন্যু থেকে সেটিংস এ প্রবেশ করুন
  • Advanced এ ক্লিক করুন
  • অটোফিল সেকশনের নিচে সেভ করা পাসওয়ার্ড দেখতে পাবেন।

ফেসবুক একাউন্ট এর নিরাপত্তা নিশ্চিত করার উপায়

আপনার ফেসবুক একাউন্ট এর নিরাপত্তা নিশ্চিতকরণে ফেসবুক কতৃপক্ষ কিছু পদক্ষেপ গ্রহণে সকল ব্যবহারকারীকে পরামর্শ দিয়ে থাকে। ফেসবুক একাউন্ট এর নিরাপতা নিশ্চিত করতে নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারবেনঃ

  • ফেসবুক একাউন্ট এ শক্তিশালি পাসওয়ার্ড ব্যবহার করুন
  • টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন
  • অচেনা কারো ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করার ক্ষেত্রে যাচাইবাচাই করুন
  • সন্দেহজনক লিংক বা সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকুন
  • ট্রাস্টেড কন্টাক্ট সেট করুন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর