29 C
Dhaka
Thursday, March 28, 2024

প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সবচেয়ে বড় পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: আগামী ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে সবচেয়ে বড় পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন। একই সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ‘শতভাগ’ বিদ্যুতায়নের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

দেশে শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ নেটওয়ার্কের আওতায় পুরো দেশ। প্রায় সাড়ে ৩ কোটি গ্রাহক বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে।

এ ছাড়া নতুন নতুন গ্রাহক আবেদনের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ পেয়ে যাচ্ছেন। এক সময় বিদ্যুৎ সংযোগের জন্য গ্রাহকদের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর অফিসে ধরনা দিতে হতো। এখন বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কর্মকর্তারাই গ্রাহকদের পেছনে ছোটেন বিদ্যুৎ সংযোগ দিতে।

শতভাগ বিদ্যুতায়নের বিষয়টি কী প্রক্রিয়ায় নিশ্চিত হলো এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্যে জানা যায়, দেশের প্রতিটি গ্রামের বিদ্যুৎ সংযোগের খবর নিশ্চিত হয়ে শতভাগ বিদ্যুতায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, দেশের সব জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছে নিজ নিজ জেলার বিদ্যুতায়নের খবর বিদ্যুৎ বিভাগে পাঠাতে।

জেলা প্রশাসকরা তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নিশ্চিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে নিশ্চিত করেছেন শতভাগ বিদ্যুতায়নের বিষয়টি।

ওই কর্মকর্তা বলেন, শুধু গ্রিড সংযোগের আওতায় যারা আছেন, তাদেরই শতভাগ বিদ্যুতায়ন হয়নি। অফগ্রিড এলাকাতেও শতভাগ বিদ্যুতায়নের বিষয়টি নিশ্চিত হয়েছে সরকার।

তবে দু-একটি অফগ্রিড এলাকায় এখনো কাজ চলছে, সেগুলোও শিগগিরই নিশ্চিত করা হবে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও দেশের শতভাগ এলাকায় বিদ্যুতায়নের বিষয়টি সরকারকে নিশ্চিত করেছেন।

শতভাগ বিদ্যুতায়নের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আমাদের সময়কে বলেন, আমরা এক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা আসছে ২১ মার্চ।

সেই সঙ্গে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে কার্যক্রম শুরু করা সর্ববৃহৎ মেগা প্রকল্প পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের। এই কেন্দ্রটি ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। বর্তমান দুনিয়ার সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি।

তিনি বলেন, এই বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী পাবে সবচেয়ে আধুনিক সুযোগসুবিধা। প্রধানমন্ত্রীর এই চিন্তা থেকেই বাস্তবে রূপ নেয় পায়রা বিদ্যুৎকেন্দ্র। শতভাগ বিদ্যুতায়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এক সময় বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সংসদ সদস্য বা এমপিরা ডিও নিয়ে ঘুরতেন নিজ নিজ এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের জন্য।

তবে এখন বিদ্যুৎ বিভাগ থেকে প্রতিটি সংসদ সদস্যকে চিঠি দেয়া হয়েছে কারও নির্বাচনী এলাকায় বিদ্যুতায়ন বাকি আছে কিনা।

তিনি বলেন, দেশের সব এমপি নিশ্চিত করেছেন তাদের নির্বাচনী এলাকা শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর