28 C
Dhaka
Friday, March 29, 2024

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুটোই মিলে, মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান এমন স্লোগান কে সঙ্গে নিয়ে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আবদুল মালেক, চীফ ইন্সট্রাক্টর আরিফুর রহমান সোহেল, ইন্সট্রাক্টর মো: রাশেদুল হাসান, বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যা প্রমুখ।

সেমিনার নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন শীর্ষক আলোচনা করেন অতিথিবৃন্দ। সেমিনারে শিক্ষক, ইমাম, সম্ভাব্য অভিবাসীগণ, সাংবাদিক,ছাত্রসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধ ভাবে বিদেশ গিয়ে দেশের সম্মান রক্ষা ও অর্থনেতিক উন্নয়নে কাজ করতে অভিবাসীদের প্রতি আহবান জানান এবং মানুষ যাতে করে প্রয়োজনীয় অর্জন করে এবং সমস্যা গুলো চিহ্নিত করতে তা সমাধানে করতে উপস্থিত সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর