36 C
Dhaka
Thursday, April 25, 2024

নতুন প্রকল্প গ্রহণ না করে চলমান প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ে নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সাল থেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রায় এক হাজারের মতো অনুশাসন দিয়েছেন। যা বাস্তবায়ন করলে কখনো কোনো প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে ত্রুটি দেখা দিবে না।

কিন্তু দেখা গেছে অনেক মন্ত্রণালয় তা মানে না। তাই প্রকল্প সঠিক সময়ে হচ্ছে না। এতে বাড়ছে ব্যয়। অথচ সরকার প্রতি বছর লাখ লাখ কোটি টাকা উন্নয়নমূলক কাজে ব্যয় করছে। চলতি অর্থবছরে সোয়া দুই লাখ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন অর্থবছরের জন্যও আড়াই লাখ কোটি টাকা কোটি বরাদ্দ দিয়েছে।

নতুন প্রকল্প গ্রহণ না করে চলমান প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ে নিশ্চিত করা, জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প ব্যতীত অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণকে নিরুৎসাহিত করতে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার এই অনুশাসন যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিযা স্বাক্ষরিত এই চিঠিতে ১৫টি নির্দেশনা দিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।

গত ১৩ জুন ইস্যু করা হয় চিটির অনুলিপি সরকারের মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবকে দেওয়া হয়েছে।

রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, প্রকল্প যাচাইবাছাই কমিটি কর্তৃক সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে দ্রুততম সময়ে প্রকল্প গ্রহণ করতে হবে।

তাতে বলা হয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প ছাড়া অপেক্ষাকৃত কম গুরুতপূর্ণ প্রকল্প গ্রহণকে নিরুৎসাহিত করতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প, ফাষ্ট ট্যাক প্রকল্প, ও মেগা প্রকল্পসহ বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান নিশ্চিত করতে হবে।

খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদনশীলতা, বিদ্যুৎ, জ্বালানি, সামাজিক সুরক্ষা স্বাস্থ্য সেবার মতো অপরিহার্য প্রকল্পে অর্থ বরাদ্দে অগ্রাধীকার দিতে হবে।

ঠিকাদার সঠিক সময়ে কাজ বাস্তবায়ন না করলে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুন প্রকল্প গ্রহণকালে অ্যালোকেশন অব বিজনেস অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে দ্বৈততা পরিহার করতে হবে। প্রকল্প গ্রহণের সকল ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগের এমটিবিএফ এর বিষয় বিবেচনা করতে হবে।

প্রধানমন্ত্রীর অনুশাসনে আরও বলা হয়েছে-প্রকল্পের মেয়াদের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও বিভাগ থেকে নিবিড় তত্বাবধায়ন নিশ্চিত করতে হবে।

বিশেষ করে প্রকল্প বাস্তবায়ন কমিটি(পিআইসি) ও প্রকল্প স্টিয়ারিং কমিটিসহ ( পিএসসি) অন্য সভা যথা নিয়মে নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসনকে নির্ধারিত সময়ে ভূমি অধিগ্রহণ নিশ্চিত করে প্রত্যাশী সংস্থার কাছে ভূমি দখল হস্তান্তর নিশ্চিত করতে হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর