26 C
Dhaka
Tuesday, April 16, 2024

দেশের সংবিধান অনুযায়ী এ দেশে নির্বাচন হবে: আব্দুর রাজ্জাক

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী এ দেশে নির্বাচন হবে। কেউ সার্চ কমিটিতে নাম দিলো কিনা তাতে কিছু যায় আসে না।
সার্চ কমিটি তাদের অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য এমন একটা নির্বাচন কমিশন গঠন করবে যেটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। 

বৃহস্পতিবার সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর আর্নড হ্যামলার্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আওয়ামী লীগ বৃহস্পতিবারের মধ্যে সার্চ কমিটিকে নাম দেবে বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক। 

তিনি বলেন, সার্চ কমিটির কাছে নাম পাঠানো হবে। ঘোষিত সময়ের মধ্যে আমরা নাম পাঠাব। আমাদের দল থেকে এককভাবে এটি পাঠাব। জোটের সদস্যরা যারা আছেন, তারা তাদের মত করে পৃথকভাবে নাম পাঠাবে।

তিনি আরো বলেন, নাম দেওয়ার বিষয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর কাছে নাম পাঠিয়েছি। 

কেমন লোকের নাম দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, যারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করেছেন, জাতীয় পর্যায়ে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, স্ব স্ব পেশায় ও চাকরিতে শীর্ষ স্থানে যাওয়ার সুযোগ পেয়েছেন, তাদের নাম আমরা দিয়েছি।

তিনি আরো বলেন, যাদের ব্যক্তিত্ব ও নৈতিকতা আছে তাদের নাম পাঠানো হবে। যাতে স্বাধীনভাবে আত্মশক্তি নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারে। দেশের সংবিধান নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দিয়েছে, সেটা ব্যবহার করে নির্বাচন কমিশন জাতিকে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর