33 C
Dhaka
Thursday, April 25, 2024

ডুয়াল ব্যান্ডের ওয়াই-ফাই রাউটার বাজারে ওয়ালটন

চাকুরির খবর

ডুয়াল ব্যান্ডের ওয়াই-ফাই রাউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই রাউটারটির প্রধান বৈশিষ্ট্য গিগাবিট ইথারনেট পোর্ট, চারটি হাই-পারফরম্যান্স এন্টেনা এবং ওয়াইড এরিয়া কাভারেজ। 

ওয়ালটন রাউটার এবং নেটওয়ার্ক অ্যাকসেসরিজের প্রোডাক্ট ম্যানেজার মো. শাহাদাত হোসাইন জানান, নতুন আসা ডুয়াল ব্যান্ডের রাউটারটিতে রয়েছে অত্যাধুনিক মাল্টি-ইউজার, মাল্টি-ইনপুট মাল্টি-আউটপুট প্রযুক্তি, যার ফলে একসংগে অনেকগুলো ডিভাইস এর নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারবে। এছাড়া গিগাবিট ইথারনেট পোর্ট থাকায় রাউটারটি প্রতিটি কানেক্টেড ডিভাইসে উচ্চগতি সরবরাহ করতে সক্ষম। এর অ্যাডভান্সড বিমফোর্মিং প্রযুক্তির কল্যাণে ব্যবহারকারীরা পাবেন সুনির্দিষ্ট ডিভাইসে বেটার ওয়্যারলেস রিসেপশান।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ওয়ালটন গ্রাহকদের চাহিদাকেই সবসময় প্রাধান্য দেয়। করোনা মহামারির মধ্যে ইন্টারনেট, ওয়াই-ফাই এর ব্যবহার অনেক বেড়েছে। এই চাহিদা পূরণ করতেই আমরা রাউটারসহ সব নেটওয়ার্ক অ্যাকসেসরিজ ডেভেলপমেন্টে আরও বেশি কাজ করছি। 

বর্তমানে নানান মডেল ও ফিচারের ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, ট্যাব, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, স্পিকার, এসএসডি, এক্সটারর্নাল এসএসডি, র্যা ম, পিসিবিএ, মেমোরি কার্ড, প্রজেক্টর, ডিজিটাল রাইটিং প্যাড ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। খুব শিগগিরই অ্যাকসেস কন্ট্রোল ডিভাইস, প্রিন্টার, নেটওয়ার্কিং সুইচ, ওয়েবক্যাম ইত্যাদি পণ্যও বাজারে ছাড়বে ওয়ালটনের কম্পিউটার বিভাগ। রাউটারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৭৫০ টাকা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর