36 C
Dhaka
Thursday, April 25, 2024

টুঙ্গিপাড়ায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

গোপালগঞ্জ প্রতিনিধি

চাকুরির খবর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদী ও বর্নি বাওড়ে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় উপজেলার মধুমতি নদী ও বর্নি বাওড়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম।

এসময় টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সহকারী মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম জানান, চায়না কারেন্ট ও ম্যাজিক জাল দিয়ে অবাধে দেশীয় ছোট মাছ নিধন চলছে বলে অভিযোগ পেয়ে ছিলাম।

তাই মৎস সম্পদ রক্ষার্থে টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মধুমতি নদীর বিভিন্ন পয়েন্ট ও বর্ণি বাওড়ে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার চায়না কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর