31 C
Dhaka
Saturday, April 20, 2024

জামালপুরের জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

চাকুরির খবর

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলে ২০২১-২২ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে জিল বাংলা সুগার মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে ৬৪তম মাড়াই মৌসুমের এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিপ অব পার্সোনেল মোঃ রফিকুল ইসলাম।

জানা গেছে, ৬৪তম মাড়াই মৌসুমে ৩০ হাজার হেক্টর জমিতে আখ চাষ করে ২৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর ৩৩টি কেন্দ্রে থেকে আখ ক্রয়ের মাধ্যমে ৩০ দিন মিলের উৎপাদন করার কথা রয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মহব্বত কবির, জিবাসুমি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি দলিলুর রহমান, আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, মিলের আখ চাষীরা, মিলের কর্মচারী- শ্রমিকবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, সারাদেশে ১৫টি মিলের মধ্যে বর্তমানে ৬টি মিল বন্ধ রয়েছে। আর বাকি ৯টি সুগার মিল চালু রয়েছে। চালু থাকা মিলের মধ্যে জিল বাংলা সুগার মিল অন্যতম। ৭৯ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এ বছর আখ মাড়াইয়ের উদ্বোধন ঘোষণা করা হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর