32 C
Dhaka
Thursday, April 25, 2024

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফর

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ইউক্রেন যুদ্ধে নিজেকে নিরপেক্ষ শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে চীন। রুশ আক্রমণের নিন্দা জানানো কিংবা রাশিয়াকে বড় ধরনের সহযোগিতা, কোনোটিই করেনি বেইজিং।

চীন জোর দিয়ে বলে আসছে, তারা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে গত বছরের ফেব্রুয়ারিতে আক্রমণের পর রাশিয়াকে কূটনৈতিক সমর্থন দিয়েছে দেশটি।

বেইজিংয়ের ওপর কোনও প্রভাব খাটানোর সুযোগ না থাকায় ইউক্রেন আশা করছে ভঙ্গুর ভারসাম্য বজায় রাখতে চীনের নেতারও চাপ প্রয়োগ করবে পশ্চিমা মিত্ররা।

কিয়েভভিত্তিক নিউ ইউরোপ থিংক ট্যাংক-এর ফার্স্ট ডেপুটি ডিরেক্টর সের্গেই সোলদকি বলেন, ইউক্রেনের প্রত্যাশা একেবারে কম: পরিস্থিতির যেনও আরও অবনতি না হয়।

বিষয়টি সংবেদনশীল হওয়ার কারণে ইউক্রেনীয় কর্তৃপক্ষ শি’র সফর নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাইছেন না। সোমবার শুরু হওয়া এই সফর চলবে বুধবার পর্যন্ত। সফরে অন্তত দুই বার বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফরে উদ্বিগ্ন নজর রাখছে ইউক্রেন। কিয়েভের আশঙ্কা, বেইজিং হয়ত শেষ পর্যন্ত রাশিয়াকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিতে পারে। যা যুদ্ধের গতিপথ বদলে দেবে।

ফেব্রুয়ারিতে সিআইএ প্রধান উইলিয়াম বার্নস বলেছিলেন, আমরা আত্মবিশ্বাসী যে চীনের নেতারা রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছে। সংবাদমাধ্যমের খবর অনুসারে, এসব অস্ত্রের মধ্যে থাকতে পারে গোলাবারুদ ও ড্রোন। চীন দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এখন পর্যন্ত মস্কোকে ড্রোন সরবরাহ করেছে শুধু ইরান। ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য এসব ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী।

মার্কিন কর্মকর্তারা এর আগে দাবি করেছেন, চীনা কোম্পানিগুলো ইতোমধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন সরঞ্জাম সরবরাহ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন, চীন যদি রাশিয়াকে অস্ত্র সরবরাহ শুরু করে তাহলে আমাদের জন্য তা গুরুতর সমস্যা হয়ে দাঁড়াবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর