36 C
Dhaka
Thursday, April 25, 2024

গান রেকর্ডের জন্য মুম্বাইয়ে পাড়ি দিলেন কাঁচাবাদাম খ্যাত ভুবন বাধ্যকর

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: শনিবার সকালে কলকাতা থেকে বিমানে করে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হন ভুবন বাদ্যকর। সঙ্গী ছেলে-সহ তিনজন। মুম্বাইয়ে গিয়ে রীতিমতো অন্য লুকে ধরা দিলেন তিনি।

প্রকাশ্যে এসেছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে স্পাইক করা ভুবন বাদ্যকরের চুল। গলায় চেন, হাতে একাধিক আংটি। শোনা যাচ্ছে, এই বেশেই মুম্বাইয়ের স্টুডিওতে গান রেকর্ড করেছেন ভুবন। 

এবার গান রেকর্ডের জন্য মুম্বাইয়ে পাড়ি দিলেন কাঁচাবাদাম খ্যাত ভুবন বাধ্যকর। পশ্চিমবঙ্গের বীরভূমের প্রত্যন্ত গ্রাম থেকে মুম্বাই পাড়ি দেওয়া যেন স্বপ্নের মত লাগছে ভুবন বাদ্যকরের কাছে।

নতুন গান রেকর্ডিং করে অত্যন্ত আনন্দিত ভুবন। তিনি বলেন, ‘প্রথমবার মুম্বাইয়ে এসেছি। একদম অল্পবসয়ীদের মতো আমাকে সাজিয়েছে, কী দারুন লাগছে। আমি খুব খুশি।’

উল্লেখ, বীরভূমের বাদামকাকুর উপস্থিতি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। লন্ডন থেকে লাস ভেগাস, অস্ট্রেলিয়া থেকে তানজানিয়া- ভুবন বাদ্যকরের গানের জাদুতে বুঁদ।

দেশি-বিদেশি সেলিব্রিটিরাও তার বাদাম গানে নাচতে ব্যস্ত। মাথায় গামছা বেঁধে, সাইকেলে ঝুড়ি চাপিয়ে যিনি বীরভূমের ছোট গ্রামে গান গেয়ে বাদাম বেঁচতেন! রাতারাতি তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া তারকা। 

জনপ্রিয় হওয়ার পরই ভুবন জানিয়েছেন, তিনি আর বাদাম বেঁচবেন না। লোকজনের ভালবাসায় এখন তিনি সেলিব্রিটি। এবার থেকে গানই গাইবেন। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর