23 C
Dhaka
Friday, March 29, 2024

কৃষির পাশাপাশি শিল্প উৎপাদন বাড়াতে হবে, যত্রতত্র শিল্প করা যাবে না: প্রধানমন্ত্রী

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: কৃষির পাশাপাশি শিল্প উৎপাদন বাড়াতে হবে, যত্রতত্র শিল্প করা যাবে না। তিনি বলেন, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে হবে, রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, অঞ্চলভিত্তিক উৎপাদন বাড়াতে হবে। আর এসব কাজে প্রশাসনের কর্মকতাদের নিজস্ব চিন্তাভাবনা কাজে লাগাতে হবে।

মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে প্রজাতন্ত্রের নবীন কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, যারা যে এলাকায় দায়িত্ব পালন করবেন সে এলাকার সার্বিক উন্নতিতে তাদের নজর দিতে হবে।

সোমবার (২২ আগস্ট) সাভারে লোকপ্রশাসন কেন্দ্রসহ দেশের ছয়টি প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে আয়োজিত বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

৭৩তম বুনিয়াদী প্রশিক্ষণে ৪৬১ জন প্রশিক্ষণার্থী কোর্স সম্পন্ন করেছেন। এদের মধ্যে মেধা তালিকায় প্রথম তিনজনের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর