33 C
Dhaka
Tuesday, March 19, 2024

কাল হল ১৮ লক্ষ টাকার ঘড়ি

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: জানা গিয়েছে পাঠান অভিনেতা দুবাইয়ের শারজা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি শনিবার মুম্বই ফেরেন। সূত্রের খবর, মুম্বই বিমান বন্দরে শুল্ক দফতরের আধিকারিকরা শাহরুখ খানকে আটক করেন।

তাঁর কাছে অত্যন্ত দামি ঘড়ির বাক্স থাকার জন্যই তাঁকে আটক করা হয়েছে। মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের খবর, শাহরুখ খান শুল্ক আধিকারিকদের সহযোগিতা করেন।

নিয়ম অনুযায়ী কাজ করেন। ছয় লক্ষ ৮০ হাজার টাকা তিনি জরিমানা দেন। সহযোগিতা করার জন্য বেশিক্ষণ তাঁকে শুল্ক দফতরের আধিকারিকরা আটক করে রাখেনি।

বিমান বন্দর থেকে বেরিয়ে তিনি নিজের গাড়িতে উঠে যান। শুল্ক দফতরের আধিকারিকদের আটকের প্রসঙ্গে এখনও পর্যন্ত অভিনেতা কোনও প্রতিক্রিয়া জানাননি।

দুবাই থেকে ফেরার সময় মুম্বই বন্দরে অভিনেতা শাহরুখ খানকে আটক করে শুল্ক দফতর। জানা গিয়েছে, শাহরুখ খানের কাছে ১৮ লক্ষ টাকা ঘড়ির বাক্স ছিল।

তার জন্য কিং খানকে ৬ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা দিতে হয়। জরিমানা দেওয়ার পরেই তাঁকে শুল্ক দফতর থেকে ছেড়ে দেওয়া হয় বলে সূত্রের খবর।

ব্যক্তিগত চাটার্ড বিমানে শাহরুখ খান শারজা আন্তর্জাতিক বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহরুখ খান। দুবাইয়ে শাহরুখ খানকে নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো।

উদ্বোধনী অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের বেশ কিছু ঘটনা শেয়ার করে কিং খান দর্শকদের মন জয় করে নেন। তিনি নিজের বাবা-মা সম্পর্কে একাধিক কথা দর্শকদের বলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর