29 C
Dhaka
Saturday, April 20, 2024

কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে ফিফা

চাকুরির খবর

অনলাইন ডেস্ক:আগের আসরগুলোর মতো এবারও মোট ৩২টি দল অংশ নেবে। এরই মধ্যে ২৯টি দেশ তাদের জায়গা নিশ্চিত করেছে। বাকি রয়েছে আরও ৩টি জায়গা।

সেগুলোর জন্য আগামী জুনে আটটি দেশ লড়াই করবে। তাই সম্ভাব্য ওই দেশগুলোকে নিয়েই সূচি প্রকাশ করা হয়েছে।

দিন যত যাচ্ছে কাতার বিশ্বকাপের সময় ততই ঘনিয়ে আসছে। আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হবে বিশ্বকাপ ফুটবল।

তার আগে গতকাল রাতে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়ে গেছে টুর্নামেন্টের ড্র। একই সঙ্গে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে ফিফা।

আটটি গ্রুপে মোট চারটি করে দল। গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, মোট ১২ দিন। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল শেষ ষোলোতে জায়গা পাবে।

একনজরে কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

২১ নভেম্বর: কাতার-ইকুয়েডর- বিকাল ৪টা
ইংল্যান্ড-ইরান – সন্ধ্যা ৭টা
সেনেগাল-নেদারল্যান্ডস- রাত ১০টা
যুক্তরাষ্ট্র-ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন- রাত ১টা
২২ নভেম্বর: ডেনমার্ক-তিউনিসিয়া- বিকাল ৪টা
ফ্রান্স-পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত- সন্ধ্যা ৭টা
মেক্সিকো-পোল্যান্ড- রাত ১০টা
আর্জেন্টিনা-সৌদি আরব- রাত ১টা
২৩ নভেম্বর: স্পেন-কোস্টারিকা/নিউজিল্যান্ড- বিকাল ৩টা
বেলজিয়াম-কানাডা- সন্ধ্যা ৭টা
জার্মানি-জাপান- রাত ১০টা
মেক্সিকো-ক্রোয়েশিয়া- রাত ১টা
২৪ নভেম্বর: উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া- বিকাল ৪টা
পর্তুগাল-ঘানা- সন্ধ্যা ৭টা
সুইজারল্যান্ড-ক্যামেরুন- রাত ১০টা
ব্রাজিল-সার্বিয়া- রাত ১টা
২৫ নভেম্বর: ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র- বিকাল ৪টা
কাতার-সেনেগাল- সন্ধ্যা ৭টা
ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইরান- রাত ১০টা
নেদারল্যান্ডস-ইকুয়েডর- রাত ১১টা
২৬ নভেম্বর: পোল্যান্ড-সৌদি আরব- বিকাল ৪টা
আর্জেন্টিনা-মেক্সিকো- সন্ধ্যা ৭টা
তিউনিসিয়া-পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত- রাত ১০টা
ফ্রান্স-ডেনমার্ক- রাত ১টা
২৭ নভেম্বর: বেলজিয়াম-মরক্কো- বিকাল ৪টা
স্পেন-জার্মানি- সন্ধ্যা ৭টা
ক্রোয়েশিয়া-কানাডা- রাত ১০টা
জাপান-কোস্টারিকা/নিউজিল্যান্ড- রাত ১টা
২৮ নভেম্বর: ব্রাজিল-সুইজারল্যান্ড- বিকাল ৪টা
দক্ষিণ কোরিয়া-ঘানা- সন্ধ্যা ৭টা
ক্যামেরুন-সার্বিয়া- রাত ১০টা
পর্তুগাল-উরুগুয়ে- রাত ১টা
২৯ নভেম্বর: নেদারল্যান্ডস-কাতার- বিকাল ৪টা
ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইংল্যান্ড- সন্ধ্যা ৭টা
ইকুয়েডর-সেনেগাল- রাত ১০টা
ইরান-যুক্তরাষ্ট্র- রাত ১টা
৩০ নভেম্বর: তিউনিসিয়া-ফ্রান্স- বিকাল ৪টা
সৌদি আরব-মেক্সিকো- সন্ধ্যা ৭টা
পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত-ডেনমার্ক- রাত ১০টা
পোল্যান্ড-মরক্কো- রাত ১টা
১ ডিসেম্বর: জাপান-স্পেন- বিকাল ৪টা
ক্রোয়েশিয়া-বেলজিয়াম- সন্ধ্যা ৭টা
কোস্টারিকা/নিউজিল্যান্ড-জার্মানি- রাত ১০টা
কানাডা-মরক্কো- রাত ১টা
২ ডিসেম্বর: দক্ষিণ আফ্রিকা-পর্তুগাল- বিকাল ৪টা
সার্বিয়া-সুইজারল্যান্ড- সন্ধ্যা ৭টা
ঘানা-উরুগুয়ে- রাত ১০টা
ক্যামেরুন-ব্রাজিল- রাত ১টা

নকআউট পর্ব: শেষ ষোলো

৩ ডিসেম্বর: এ১-বি২-  রাত ৯টা
                  সি১-ডি২-  রাত ১টা
৪ ডিসেম্বর: ডি১-সি২-  রাত ৯টা
                 বি১-এ২-  রাত ১টা
৫ ডিসেম্বর: ই১-এফ২-  রাত ৯টা
                 জি১-এইচ২-  রাত ১টা
৬ ডিসেম্বর: এফ১-ই২-  রাত ৯টা
                  এইচ১-জি২-  রাত ১টা

কোয়ার্টার ফাইনাল

৯ ডিসেম্বর: ই১-এফ২ বনাম জি১-এইচ২- রাত ৯টা
                 এ১-বি২ বনাম সি১-ডি২-  রাত ১টা
১০ ডিসেম্বর: এফ১-ই২ বনাম এইচ১-জি২-  রাত ৯টা
                   বি১-এ২ বনাম ডি১-সি২-  রাত ১টা

সেমিফাইনাল

১৩ ডিসেম্বর: ৯ ডিসেম্বরের দুই বিজয়ী- রাত ১টা
১৪ ডিসেম্বর: ১০ ডিসেম্বরের দুই বিজয়ী-  রাত ১টা

তৃতীয় স্থান: ১৭ ডিসেম্বর- রাত ৯টা
ফাইনাল: ১৮ ডিসেম্বর- রাত ৯টা

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর