25 C
Dhaka
Thursday, April 18, 2024

করোনার সংক্রমন ঠেকাতে রাঙামাটিতে মোবাইল কোর্টের অভিযান

চাকুরির খবর

রাঙামাটি প্রতিনিধিঃ: রাঙামাটিতে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকারের নতুন ১৮ দফা প্রজ্ঞাপন বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য প্রশাসনের জোর প্রচেষ্টা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল ইসলামের নেতৃত্বে শহরের বনরুপা, রিজার্ভ বাজার, তবলছড়ি বাজারে মাইকিং করে মানুষকে সচেতন করা সহ স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের হওয়ার আহ্বান করা হয়।

এসময় তিনি ১২ জনকে মোট ১৪ হাজার ৩ শত টাকা জরিমানা করেন।

মোবাইল টিমটি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, বনরূপা, তবলছড়ি ভেদভেদী ও আসামবস্তী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন বাজারে গিয়ে জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশ প্রদানের পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে নিজের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে আবার ঘরে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর