31 C
Dhaka
Friday, March 29, 2024

ঈদুল আজহায় ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

ডিআইইউ প্রতিনিধি

চাকুরির খবর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কর্তৃপক্ষ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারী ছুটির সঙ্গে তালমিলিয়ে দীর্ঘ ছুটি ঘোষণা করেছে।

১২ দিন ব্যাপী এ ছুটি গত বৃহষ্পতিবার (১৫ জুলাই) হতে শুরু হয়েছে। যা শেষ হবে আগামী ২৬ জুলাই শুক্রবারে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ বিষয়টি (তথ্যটি) জানানো হয়।

উক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৫ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র দপ্তর সমূহ বন্ধ থাকবে।

এ সময় সকল প্রহরী ও নৈশপ্রহরীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

এছাড়া এই ছুটিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (পানি, চিকিৎসা,বিদ্যুৎ) ও জরুরী স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে। বন্ধের সময় ক্যাম্পাসে প্রবেশাধিকার খুবই সীমিত পরিসরে থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্ল্যেখ্য, ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষিত হলেও ১৭-জুলাই পর্যন্ত ভর্তি-দপ্তর খোলা থাকবে এবং বিশ্ববিদ্যালয় খোলার আগেই ২৪-জুলাই বুধবারেই দপ্তর পূনরায় আবার খোলা হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর