38 C
Dhaka
Tuesday, April 23, 2024

আনন্দ মোহন কলেজের নতুন অধ্যক্ষ আমান উল্লাহ

বিডিনিউজ ডেস্ক | ঢাকা | ১১ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, বুধবার, ২৭শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ৩রা মহর্‌রম, ১৪৪৩ হিজরি

চাকুরির খবর

ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছেন অধ্যাপক মো. আমান উল্লাহ। তিনি একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করে আসছিলেন।

রোববার (০৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

জানা গেছে, ১৯৬৮ সালের ২ জানুয়ারি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন মো. আমান উল্লাহ।

তিনি ছাত্র জীবনে ফুলবাড়িয়া হাইস্কুল থেকে ১৯৮৩ সালে এসএসসি ও আনন্দ মোহন কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫-৮৬ সেশনে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৩ সালের নভেম্বরে ১৪তম বিসিএসের মাধ্যমে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন।

অধ্যাপক আমান উল্লাহর প্রথম কর্মস্থল ছিল আনন্দ মোহন কলেজ। তার ২৮ বছর চাকরি জীবনের ২৫ বছরই আনন্দ মোহন কলেজে কেটেছে।

এ ছাড়া তিনি শেরপুর সরকারি কলেজ, মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজ, কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আনন্দ মোহন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ বলেন, আনন্দ মোহন কলেজের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হওয়া অবশ্যই গৌরবের। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আনন্দ মোহন কলেজকে যাতে আরও উচ্চমাত্রায় নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা আমার থাকবে। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর