28 C
Dhaka
Thursday, April 25, 2024

অর্ধেক সময়ে সফল মন্ত্রীরা

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

একটি রাজনৈতিক সরকারের মূল চালিকাশক্তি হলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের গত এক যুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের সফল সরকারপ্রধানদের মধ্যে অন্যতম তিনি।

তিনি বিচক্ষণতার সঙ্গেই সবকিছু এক হাতে সামলাচ্ছেন বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা এখন তার দল এবং সরকারের চেয়ে বেশি।

একমাত্র প্রধানমন্ত্রীর প্রতি দেশের জনগণ আস্থাশীল। প্রধানমন্ত্রীর কথা তারা বিশ্বাস করে এবং প্রধানমন্ত্রীও নিরলসভাবে জনগণের বিশ্বাস এবং আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন।

কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না অধিকাংশ মন্ত্রী। অধিকাংশ মন্ত্রী যেনো দায়িত্ব পালন করছেন রুটিনওয়ার্ক হিসেবে। সিদ্ধান্তহীনতায় ভুগছেন। অনেক সিদ্ধান্ত তারা আমলাদের ওপর ছেড়ে দিয়েছেন।

যার ফলে অধিকাংশ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণভার আমলাদের হাতে চলে গেছে। এরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে কয়েকজন মন্ত্রী সফল হিসেবে পরিচিত হচ্ছেন দেশ এবং জনগণের কাছে।

প্রধানমন্ত্রী তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পূরণের ক্ষেত্রে তারা আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে পেরেছেন। এরকম পাঁচজন মন্ত্রীকে নিয়েই আমাদের এই প্রতিবেদন।

১. ওবায়দুল কাদের: ওবায়দুল কাদের আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাধারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের করোনার মধ্যে এক রকম ঘরবন্দী রয়েছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া তিনি মন্ত্রণালয় বা বাইরের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেন না।

কিন্তু তারপরও ঘরে থেকেও ওবায়দুল কাদের সাফল্যের সঙ্গে তার মন্ত্রণায় পরিচালনা করছেন। ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়েই এখন দেশের সবচেয়ে বড় বড় মেগা প্রকল্পগুলো হচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল ইত্যাদি মেগা প্রকল্পগুলো একাই সামলাচ্ছেন ওবায়দুল কাদের।

সবচেয়ে বড় কথা হলো যে, করোনার মধ্যেও এই প্রকল্পগুলোর কাজ বন্ধ হয়নি বরং স্বাভাবিক গতিতে কাজ চলেছে। প্রত্যেকটি প্রকল্পই এখন দৃশ্যমান এবং আগামী নির্বাচনে এই প্রকল্পগুলোই আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সবচেয়ে বড় হাতিয়ার হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। 

২. ড. আব্দুর রাজ্জাক: ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি করোনার সময় সফলভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। বিশেষ করে বাংলাদেশে খাদ্য উৎপাদন অব্যাহত রাখার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছেন। 

৩. ড. হাছান মাহমুদ: ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তথ্যমন্ত্রী হিসেবে তিনি অনেকগুলো যুগোপযোগী, গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিশেষ করে করোনা সংকটের সময় সাংবাদিকদের সহায়তা দেওয়া, অনলাইন নিউজ পোর্টালগুলোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা, বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়াসহ বেশকিছু ভালো উদ্যোগ গ্রহণ করে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন ড. হাছান মাহমুদ।

৪. শ ম রেজাউল করিম: এবারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো মন্ত্রী হয়েছিলেন শ ম রেজাউল করিম। প্রথমে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে। তারপর তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে শ ম রেজাউল করিম যেনো নতুন জীবন দিয়েছেন।

বিশেষ করে করোনাকালীন সময়ে বাংলাদেশে প্রাণিজ আমিষের চাহিদা অব্যাহত রাখার ক্ষেত্রে তিনি দৃশ্যমান কার্যক্রম করেছেন এবং ক্ষুদ্র খামারিদেরকে প্রণোদনা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা, সারাদেশে প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করে তিনি প্রশংসিত হয়েছেন।

৫. জুনাইদ আহমেদ পলক: জুনাইদ আহমেদ পলক দ্বিতীয় মেয়াদে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। করোনার সময়ে ডিজিটাল বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে আসে। বিশেষ করে অনলাইন স্কুল, অনলাইনে অফিস পরিচালনা করা ইত্যাদি ডিজিটাল সুবিধা জাতিকে দেয়ার ক্ষেত্রে পলকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুরক্ষা এ্যাপসহ বিভিন্ন এ্যাপগুলো তৈরি করে তিনি বাংলাদেশের তথ্য প্রযুক্তিকে বিশ্বমানে নিয়ে গেছেন। প্রতিমন্ত্রী হয়েও মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণটা তিনি ধরে রাখতে পেরেছেন। 

এছাড়াও বেশ কয়েকজন মন্ত্রী সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী তাদের ওপর যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বের প্রতি তারা সুবিচার করছেন।

বাংলা ইনসাইডার

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর