30 C
Dhaka
Friday, March 29, 2024

লক্ষ্মীপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পর্যায়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক অধিপরামর্শ সভা

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পর্যায়ে ভবিষ্যৎ প্রণয়নে অধিপরামর্শ বিষয়ক সভা ২২ মার্চ (সোমবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বঞ্চিত জনের অধিকার প্রকল্পের আয়োজনে এবং বেসরকারী এনজিও এনআরডিএস ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, জেলা সমাজ সেবার উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আইয়ুব মিয়া, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রকল্পের জেলা নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মাইন উদ্দিন পাঠান, সাধারণ সম্পাদক বনি রডিক্স, প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র ভৌমিক প্রমুখ।

এসময় জেলা নাগরিক দলের জেলা ও উপজেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় লক্ষ্মীপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পর্যায়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর