টিভি পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার সংসার ভেঙে গেছে গত বছর। হারুন অর রশীদ অপুর সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন। কিন্তু টিকলো না সেই সংসার।
দাম্পত্য জীবনের ইতি টেনে শবনম ফারিয়া বর্তমানে কাজে মনোযোগী হয়েছেন। এরইফাঁকে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন তার ভবিষ্যতের বিয়ে ভাবনা নিয়ে।
ফারিয়া বলেন, এত তাড়াতাড়ি বিয়ে নিয়ে ভাবছি না। আরো পরে এ বিষয়ে ভাববো। পারিবারের কারণে তাড়াহুড়ো করে বিয়ে করেছিলাম।
একই ভুল আর করব না। বিয়ে তো বারবার করা যাবে না। তাই বুঝেশুনে বিয়ের সিদ্ধান্ত নেব।
এদিকে শোনা যাচ্ছে, নতুন করে ঘর বাঁধতে চলেছেন শবনম ফারিয়ার প্রাক্তন স্বামী অপু। সেই বিষয়ে জানতে চাইলে ফারিয়া বলেন, অপুর বিষয়ে কোনো কথা বলা ঠিক হবে না।
আর তার সঙ্গে যেহেতু দেখা হয় না, তাই খোঁজখবরও জানি না। তা ছাড়া এখন তো অপু আমার জীবনে নেই, তাই খোঁজখবর রাখার দরকার মনে করি না।
অপুর ব্যক্তিগত জীবন আছে। সে নতুন করে জীবন শুরু করতেই পারে। এটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।