31 C
Dhaka
Friday, March 29, 2024

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলতে নেমেই পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা ভাষায় প্রকাশ করতে পারছেন না তার অনুভূতি। 

এমনিতেও আগেও পাকিস্তানকে একাধিকবার হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তবে বিশ্বকাপ মঞ্চে সে স্বাদ দলটি সোমবার পেল প্রথম।

তাই নিগার সুলতানার কাছে এ জয় যে অন্যরকম এক অনুভূতি। বিশ্বকাপে প্রথম জয়কে প্রেরণা বানিয়ে এখন সামনের দিকে এগিয়ে যেতে চান অধিনায়ক নিগার, ‘আমি এ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।

এটি বিশ্বকাপে আমাদের প্রথম জয়। আমরা ইতিহাস গড়েছি। এই জয়ের ধারাবাহিকতা আমরা সামনের ম্যাচগুলোতেও টেনে নিয়ে যেতে চাই।’

ফাহিমা খাতুন এক ওভারেই নিয়েছেন তিন উইকেট। মূলত ম্যাচের মোড় ঘুরে গেছে তার এক ওভারেই কারিশমায়। অথচ আগের দুই ম্যাচে একাদশেই ছিলেন না তিনি।

এই স্পিনারকে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক, ‘আমি এই মাঠে আগের দুই ম্যাচ দেখেছি। সেখানে স্পিনাররাই আধিপত্য বিস্তার করেছে। তাই আমরা ভেবেছি, যদি নিজের সেরাটা দিতে পারে তাহলে আমরা তাকে ভালোভাবে ব্যবহার করতে পারবো।’

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ওয়ানডে বাছাইপর্বের জয়টি আজকের ম্যাচে দারুণ কাজে লেগেছে বলে জানিয়েছেন অধিনায়ক নিগার, ‘আমরা পাকিস্তান দলকে খুব ভালো করেই চিনি, জানি।

আমরা একে অন্যের বিপক্ষে অনেকবার খেলেছি। বাছাইপর্বেও আমরা পাকিস্তানকে শেষ ওভারে হারিয়েছিলাম।’

পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাসটা ভবিষ্যতে কাজে লাগাতে চান নিগার। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘জয় আত্মবিশ্বাস জোগায়।

আর জয়ের ধারাবাহিকতা আমরা সব সময় চাই। আমরা যথেষ্ট ভালো দল। আমরা উন্নতি করছি। আমরা যে জিততে পারি, সেটি আমরা খুব ভালো করেই জানি।’

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর