রাম্প শিবির বলছে তারা উইসকনসিনে ভোট পুনগণনার অনুরোধ করবে।
দলের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, “উইসকনসিনের অনেকগুলো কাউন্টিতে অনিয়মের অভিযোগ এসেছে যা ব্যাপক সন্দেহের জন্ম দিয়েছে ভোটের বৈধতা নিয়ে।”
“প্রেসিডেন্ট পুনগণনার অনুরোধ করার বিষয়টি বিবেচনা করবেন এবং আমরা অবিলম্বে সেটা করবো।”
উইসকনসিনে নির্বাচনের ফলের পার্থক্য এক শতাংশ বা এর কম হলে প্রার্থীরা ভোট পুনগণনার আবেদন করতে পারেন।
ভোট পুনগণনা নজিরবিহীন কোনো বিষয় নয়।
উইসকনসিনের আইন অনুযায়ী অনুরোধ পাবার তের দিনের মধ্যে পুনগণনার কাজ সম্পন্ন করতে হবে।